কমিউনিটিতে বৃদ্ধ-সেবা ও শিশু-সেবাকেন্দ্র উন্নয়নের ওপর গুরুত্ব দেবে চীন: প্রধানমন্ত্রী লি
মার্চ ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, সমাজে বৃদ্ধদের জন্য যথাযথ সেবা নিশ্চিত করা এবং শিশুদের শিশু-সেবাকেন্দ্রে ভর্তি সহজতর করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি-সেবার মান বাড়ানোর মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আজ (শুক্রবার) বেইজিংয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী লি বলেন, বৃদ্ধদের ও শিশুদের সেবাসংক্রান্ত সমস্যার অধিকাংশ পরিবারসংশ্লিষ্ট। এসব সমস্যার সমাধান করতে চাইলে কমিউনিটিতে পর্যাপ্ত বৃদ্ধ-সেবাকেন্দ্র ও শিশু-সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে সৃজনশীলতার পরিচয় দিতে হবে এবং সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের তত্ত্বাবধানব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। (লিলি/আলিম)