চীন বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে অবদান রেখে যাবে: লি খ্য ছিয়াং
  2019-03-15 14:11:26  cri

মার্চ ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তাঁর দেশ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে বরাবরের মতোই অবদান রেখে যাবে। পাশাপাশি, চীন বাজারের প্রাণশক্তি চাঙ্গা রাখতেও সচেষ্ট থাকবে। আজ (শুক্রবার) বেইজিংয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

রয়টার্সের সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী লি বলেন, চীনের অর্থনীতি বর্তমানে সত্যিই নিম্নমুখী চাপের সম্মুখীন। তবে বর্তমানে বৈশ্বিক অর্থনীতির উন্নয়নের গতিও ধীর। গত এক মাস ধরে কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী সংস্থা বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির প্রত্যাশিত লক্ষ্যমাত্রা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। চীনও প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি যা-ই হোক না কেন, চীন বর্তমান পরিস্থিতির ভিত্তিতে, অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে। (লিলি/আলিম )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040