পরিবেশ রক্ষাসংক্রান্ত বিষয়ে সিপিপিসিসি'র প্রতিনিধি হংকং ফাইনান্সিং উন্নয়ন সমিতির চেয়ারম্যান ওয়েই মিং ত্য বলেন, সবুজ অর্থনীতির উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। সবুজ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ালে সার্বিক উন্নয়নের সম্ভাবনা বাড়বে। সবুজ অর্থনীতি হলো টেকসই উন্নয়নের অর্থনীতি, যা মানবজাতির জন্য অনুকূল।
দারিদ্র্যবিমোচন ও গ্রামাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে হ্যপেই প্রদেশের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হৌ হুয়া মেই বলেন, শুধু প্রাথমিক দারিদ্র্যবিমোচন হলে হবে না। দারিদ্র্যমুক্তরা যাতে আবার দারিদ্র্যের কবলে না-পড়েন, তা নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করে যেতে হবে। প্রেসিডেন্ট সি'ও বলেছেন যে, দারিদ্র্যবিমোচন একটি অব্যাহত প্রক্রিয়া।
বেসরকারি বাণিজ্য উন্নয়ন বিষয়ে সিপিপিসিসি'র প্রতিনিধি পাইতু গ্রুপের সিইও লি ইয়ান হোং বলেন, বাণিজ্য-পরিবেশ অনেক উন্নত হয়েছে, বিশেষ করে বেসরকারি কম্পানিগুলোর জন্য। প্রধানমন্ত্রীর সরকারি কর্ম-বিবরণীতেও বিস্তারিত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এই খাতে ভবিষ্যতে আরও উন্নতি ঘটবে বলে আশা করা যায়। (স্বর্ণা/আলিম)