'সিনচিয়াংয়ে শিক্ষাব্যবস্থার দ্রুত উন্নতি ঘটছে'
  2019-03-14 16:15:17  cri
মার্চ ১৪: সম্প্রতি চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সিনচিয়াং উইগুর জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিরা তাদের অঞ্চলের শিক্ষাব্যবস্থার দ্রুত উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এনপিসি'র প্রতিনিধি ও সিনচিয়াংয়ের থাছেং শহরের এরকং থানার কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান মিন স্যিয়াও ছিং বলেন, সরকার ব্যাপক অর্থ বরাদ্দ দিয়ে বিদ্যালয়গুলোর অবস্থার উন্নতি ঘটিয়েছে। বর্তমানে তাঁর বিদ্যালয়ে ডিজিটাল সরঞ্জাম ও আধুনিক ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে বলেও জানান এই শিক্ষক।

মিন স্যিয়াও ছিং আরও বলেন, শিক্ষকদের সুবিধা ও বেতন বাড়ানো স্থানীয় বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা উন্নয়নের একটি উপায়।

এনপিসি'র প্রতিনিধি কুর্বান নিয়াজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর জন্মস্থানে ফিরে গিয়ে ছিয়ানচিন প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের সর্বজনীন ভাষা ম্যাডারিন শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করেন, শিশুদের আধুনিক শিক্ষা দেওয়া উচিত; আর ম্যান্ডারিন ভাষা হচ্ছে আধুনিক প্রশিক্ষণের মূল ভিত্তি। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040