'পরিবেশ সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করবে তিব্বত'
  2019-03-14 16:10:40  cri
মার্চ ১৪: সম্প্রতি চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) ও গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র বার্ষিক সম্মেলনে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধিরা স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাব্যবস্থার চিত্র তুলে ধরেন।

এনপিসি'র প্রতিনিধি, লাসা শহরের চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কমিটির উপ-সম্পাদক ও মেয়র কুওকুও বলেন, তিব্বতের জন্য প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সাম্প্রতিক বছরগুলোয় তিব্বত এ খাতে বড় অংকের অর্থ বরাদ্দ দিয়েছে এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের সমর্থনে তিব্বতে বহু নাগরিক প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার কাজে অংশ নেন বলেও তিনি জানান।

এনপিসি'র প্রতিনিধি, লিনচি শহরের সিপিসি'র কমিটির উপ-সম্পাদক ও মেয়র ওয়াংদুই বলেন, সাম্প্রতিক বছরগুলোয় লিনচি শহর অর্থ বরাদ্দ, আইনগত নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশবান্ধব ব্যবস্থার ওপর জোর দিয়েছে।

সিপিপিসিসি'র প্রতিনিধি, নাছু শহরের সিপিসি'র কমিটির উপ-সম্পাদক ও মেয়র আও লিউ ছুয়ান বলেন, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের উচিত ধারাবাহিক নীতি ও ব্যবস্থা বাস্তবায়ন করা। বর্তমানে উচ্চ এলাকার বাসিন্দাদেরকে তুলনামূলকভাবে কম উচ্চতার এলাকায় স্থানান্তরিত করার কাজ চলছে। তাঁদের জন্য সুপরিবেশ ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040