সুরের ধারায়----চীনা গায়ক চৌ শেন
  2019-03-14 14:34:46  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়ক চৌ শেনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তার কিছু সুন্দর গান শোনাবো। চৌ শেন তার অসাধারণ পরিষ্কার ও সুন্দর কণ্ঠের জন্য পরিচিত। তার আকর্ষণীয় কণ্ঠ পেশাদার ব্যক্তি ও সাধারণ দর্শকের অনেক প্রশংসা পেয়েছে। তার কণ্ঠের বিশেষত্ব কী? একটি গান শুনলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এখন চৌ শেনের প্রতিনিধিত্বকারী গান 'বড় মাছ' শুনবো। গানটি ২০১৬ সালের চলচ্চিত্র 'বড় মাছের' থিম সং। সে বছর চীনের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায় গানটি। চলুন, এখন গানটি শুনি।

বন্ধুরা, গানটি আপনার কেমন লেগেছে? খুবই সুন্দর, তাই না? আপনি হয়তো ভাবছেন, এমন পরিষ্কার ও সুন্দর কণ্ঠ নিশ্চয়ই কোনো মেয়ের! কিন্তু আসলে চৌ শেন একজন পুরুষ গায়ক। আর এটা তার সহজাত ও প্রকৃত কণ্ঠ।

বন্ধুরা, এখন চৌ শেনের আরও একটি জনপ্রিয় গান 'গোলাপ ও হরিণ' শুনবো। এটা রূপকথা ও কবিতার মতো একটি সুন্দর গান। গানটিও ২০১৬ সালের শ্রেষ্ঠ গানের পুরস্কার জয় করে। 

চৌ শেন ১৯৯২ সালে চীনের কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন। তবে ভালো গান গাইলেও তার বিশেষ কণ্ঠ লোকদের আকর্ষণ করেনি। কারণ, তার কণ্ঠ মেয়েদের কণ্ঠের মতো শোনায়! চৌ শেনের জন্য তা খুবই কষ্টকর ছিল। এক পর্যায়ে তিনি গান গাওয়া প্রায় ছেড়েই দেন।

মাধ্যমিক স্কুল পাসের পর চৌ শেন ইউক্রেনে গিয়ে চিকিত্সাবিদ্যা শিখতে শুরু করেন। কিন্তু সংগীতের প্রতি মনের তীব্র ভালোবাসা তিনি এড়িয়ে যেতে পারেননি। অবশেষে চৌ শেন চিকিত্সা ছেড়ে বেল ক্যান্টো শিখার সিদ্ধান্ত নেন। এ সময়ে তিনি ইন্টারনেটে অনেক গান প্রকাশ করেন, সবাই তার বিশেষ কণ্ঠ সম্পর্কে আবারও জানতে শুরু করে।

বন্ধুরা, এখন শুনুন ইন্টারনেটে প্রকাশিত চৌ শেনের জনপ্রিয় একটি গান 'দ্বীপে পরিণত হওয়া তিমি' ।

 

২০১৪ সালে চৌ শেন চীনের চেই চিয়াং টিভি স্টেশনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'The Voice of China' অংশ নেয়। শুরুতে চৌ শেন তার বিশেষ কণ্ঠের জন্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সব সংগীত প্রযোজকের স্বীকৃতি ও প্রশংসা পান। সবাই বিস্মিতভাবে আবিষ্কার করে, ইন্টারনেটের সেই সুন্দর কণ্ঠটি আসলে একটি ছেলের কণ্ঠ! প্রতিযোগিতায় চৌ শেন পুরস্কার পাননি, তবে তার কণ্ঠ সবার মনে গভীর ছাপ ফেলে। আর, অনুষ্ঠানে তিনি ও অন্য এক প্রতিযোগীর একসঙ্গে গাওয়া গান 'বৈকাল হ্রদের তীরে' প্রতিযোগিতার শ্রেষ্ঠ গান হিসেবে বিবেচিত হয়। চৌ শেনের পরিষ্কার কণ্ঠে বৈকাল হ্রদের সুন্দর দৃশ্য নিখুঁতভাবে উঠে এসেছে। আশা করি, গানটির কোমল সুর আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, এই সুন্দর গান 'বৈকাল হ্রদের তীরে' উপভোগ করুন।

এরপর চৌ শেন বিভিন্ন অনুষ্ঠানে তার সুন্দর কণ্ঠে গান গাইতে থাকেন এবং আরও জনপ্রিয় হয়ে ওঠেন। বন্ধুরা, এখন শুনবো চীনের অন্য একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠানে গাওয়া খুব বিখ্যাত একটি গান 'সাদা ঘোড়ায় চড়া'। চীনের একটি বিখ্যাত লোকযাত্রা অনুসারে গানটি রচিত। গানে প্রাচীনকালে চীনের প্রধানমন্ত্রীর মেয়ে ও একটি সাধারণ ছেলের মর্মস্পর্শী প্রেম-কাহিনী বলা হয়েছে। তাইওয়ানের এক ব্যক্তি অপেরা মিশিয়ে গানটিকে আরও বৈশিষ্ট্যময় ও আকর্ষণীয় করেছেন।

বন্ধুরা, এখন 'সাদা ঘোড়ায় চড়া' গানটি শোনা যাক।

২০১৭ সালে চৌ শেন তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি চীনের বিখ্যাত প্রযোজক কাও সিয়াও সোংয়ের সহযোগিতায় ভালো ফল ও অনেক জনপ্রিয়তা পায়। অ্যালবামের গানের শৈলী বিভিন্ন, আর চৌ শেনের কণ্ঠের বৈশিষ্ট্য এসব গানে সার্বিকভাবে প্রদর্শিত হয়। বন্ধুরা, এখন অ্যালবামের একটি গান 'নীল প্যারাশুট' শুনবো। গানে শহরের লোকদের নিঃসঙ্গ অবস্থার কথা বর্ণনা করা হয়। আর, চৌ শেন তার বিশেষ কণ্ঠে সে নিঃসঙ্গতা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

বন্ধুরা, এখন চৌ শেনের 'নীল প্যারাশুট' শুনবো।

অনেক পপ গান গাওয়ার কারণে অনেকে ভুলে গেছেন যে, চৌ শেনের প্রধান বিষয় হচ্ছে বেল ক্যান্টো। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চৌ শেন ও অন্য দুই বেল ক্যান্টো গায়ক ওয়াং সি ও লিউ পিন হাও'র যৌথ গান 'হর্থন গাছ' শুনবো। আশা করি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনিও এই সুন্দর কণ্ঠ পছন্দ করবেন।

 (তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040