চীন-পাক অর্থনৈতিক করিডোরে অংশ নিতে পাক শিল্প-প্রতিষ্ঠানকে পাকিস্তানের উত্সাহ
  2019-03-14 13:36:16  cri
মার্চ ১৪: পাকিস্তান সরকার চীন-পাক অর্থনৈতিক করিডোরবিষয়ক বাণিজ্যিক ফোরাম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই প্রকল্পের নির্মাণ কাজে অংশ নিতে পাকিস্তানের বাণিজ্যিক মহলকে উত্সাহ দেওয়া যায়।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারবিষয়ক মন্ত্রী মখদম খুসরো বখতিয়ার গতকাল (বুধবার) রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, পাক মন্ত্রিসভার চীন-পাক অর্থনৈতিক করিডোর কমিটি এমন একটি ফোরাম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হলো শিল্পের সহযোগিতার মাধ্যমে করিডোরের নির্মাণ কাজে অংশ নিতে দেশি-বিদেশি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা এবং বাণিজ্য ঘাটতি কমাতে পাকিস্তানকে সাহায্য করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাক সরকার দৃঢ়ভাবে করিডোরের নির্মাণ কাজসংক্রান্ত নিজের প্রতিশ্রুতি পালন করবে এবং করিডোরের মাধ্যমে পাকিস্তানের জন্য কর্মসংস্থানের সুযোগ ও শুল্ক সৃষ্টি করবে এবং দারিদ্র্যমুক্তি ও অর্থনীতির উন্নয়ন বাস্তবায়ন করবে।

দু'দেশের যৌথ আলাপ-আলোচনা অনুযায়ী করিডোরের সংশ্লিষ্ট প্রকল্প পাকিস্তানের কৃষি, শিক্ষা, চিকিত্সা ও দারিদ্র্যবিমোচনসহ জীবিকার উন্নয়ন এবং সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে চালু হবে।

(লিলি/টুটুল/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040