ত্রয়োদশ সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
  2019-03-14 10:58:48  cri
মার্চ ১৪: ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র দ্বিতীয় অধিবেশন গতকাল (বুধবার) বেইজিংয়ে গণ-মহাভবনে সমাপ্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধিবেশনে স্ট্যান্ডিং কমিটির কর্ম-বিবরণীর প্রস্তাব, সিপিপিসিসি'র ত্রয়োদশ জাতীয় কমিটির পরামর্শ কমিটির সংশ্লিষ্ট প্রস্তাব পর্যালোচনা প্রতিবেদনসহ ধারাবাহিক দলিল গৃহীত হয়। সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন।

ওয়াং ইয়াং বলেন, সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার সন্ধিক্ষণে এবারের অধিবেশন আয়োজন করা হয়। সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও দেশের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বসে পরামর্শ ও মতামত শোনেন এবং সিপিপিসিসি'র সদস্যদের সাথে ব্যাপক আলোচনা করেন। সিপিপিসিসি'তে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির প্রাণশক্তি প্রতিফলিত হয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন ও সিপিপিসিসি প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার নেতৃত্বে সিপিপিসিসি'র রাজনৈতিক ব্যবস্থা আরো পূরণ হবে বলে আশা করেন তিনি, যাতে যৌথভাবে সিপিসি ও দেশের উন্নয়নে প্রচেষ্টা চালানো যায়।

তিনি জোর দিয়ে বলেন, নতুন যুগে সিপিপিসিসি'র নতুন দৃশ্য ও সিপিপিসিসি'র সদস্যদের নতুন ভাবমূর্তি স্থাপন করা উচিত। সদস্যদের উচিত সংগ্রামী শক্তি নিয়ে অব্যাহতভাবে দায়িত্ব পালন করা। (সুবর্ণা/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040