খসড়ায় আরো বলা হয়, বিদেশি বিনিয়োগ নীতির স্বচ্ছতা উন্নয়ন করা, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যভাবে চীনা বাজারে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া নিশ্চিত করা, বিদেশি ব্যবসায়ীদের সেবা জোরদার করা দেশি প্রতিষ্ঠানের মেধাস্বত্ব সুরক্ষা জোরদার এবং বিদেশি বিনিয়োগকারী প্রবেশ করার আগে জাতীয় সুবিধা ও নেতিবাচক তালিকা ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে।
এনপিসি'র প্রতিনিধিরা মনে করেন, আগে প্রকাশিত বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট তিনটি আইন ('চীন ও বিদেশি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান আইন', 'বিদেশি প্রতিষ্ঠান আইন' ও 'চীন ও বিদেশি সহযোগিতার প্রতিষ্ঠান আইন')-এর চেয়ে খসড়াটি আরো প্রসারিত ও বিদেশি বিনিয়োগ উন্নীত করার ওপর আরো বেশি গুরুত্ব দেয় এবং চীনা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক নিয়মের সম্মিলন প্রতিফলিত হয়।
এনপিসি'র প্রতিনিধি ও হংকংয়ের সাইবার বিষয়ক সমিতির চেয়ারম্যান হং ওয়েই মিন মনে করেন, খসড়ায় ন্যায্য নীতি বাস্তবায়ন এবং স্থিতিশীল, স্বচ্ছ, প্রত্যাশিত ও ন্যায্য বাজার গড়ে তোলার কথা বলা হয়।
এনপিসি'র স্থায়ী কমিটির সদস্য এবং এনপিসি'র সংবিধান ও আইন কমিটির সদস্য চেং শু না মনে করেন, ইতিবাচকভাবে বিদেশি বিনিয়োগ সংগ্রহ করা হল চীনের বৈদেশিক উন্মুক্তকরণ বাড়ানো ও নতুন উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য পূর্ণাঙ্গ আইন নিশ্চিত করা উচিত। (ছাই/টুটুল/স্বর্ণা)