দুই অধিবেশন চলাকালে আলোচিত বিদেশি বিনিয়োগ খসড়া আইন জাতীয় গণকংগ্রেসের অধিবেশনে পর্যালোচনার জন্য দাখিল করা হয়েছে। জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির আইন শাসন কমিটির উপ-প্রধান লিউ চিউন ছেন বলেন, সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, দেশীয় নাগরিকদের সমান অধিকার মানে প্রবেশ হওয়ার পরের সুযোগসুবিধা। কিন্তু চীনের বিদেশি বিনিয়োগ আইন অনুযায়ী, বিদেশি বিনিয়োগ প্রবেশের আগে থেকে বিদেশি বিনিয়োগকারীদের দেশীয় নাগরীদের সমান সুযোগসুবিধা দেওয়া হবে। তা হলো এক ধরনের উচ্চ মানের অবাধ বিনিয়োগ।
উপ-বাণিজ্যমন্ত্রী ছিয়ান খ্য মিং জানান, চীন সরকার দৃঢ়ভাবে যে কোনো ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদ বিরোধিতা করে। বিশ্ব বিনিয়োগকারীদের সঙ্গে উন্মুক্ত, সচ্ছল ও সুবিধাজনক বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করতে ইচ্ছুক চীন।
চীনের জাতীয় মেধাস্বত্ব ব্যুরোর পরিচালক শেন ছাং ইয়ু জানান, আমরা মেধাস্বত্বের আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে চীন-বিদেশি কোম্পানির মধ্যে স্বাভাবিক প্রযুক্তিগত আদানপ্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করতে চেষ্টা করবো। বিদেশে মেধাস্বত্ব অধিকার রক্ষা কেন্দ্র স্থাপনের কথা ভাবছি। যাতে চীনের মেধাস্বত্ব বিদেশেও সুরক্ষিত থাকতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ওয়াং জি কাং জানান, চীন সরকার 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশের গবেষণা সংস্থার সঙ্গে যৌথ বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প চালাতে ইচ্ছুক। চীন ইতোমধ্যে, আসিয়ান, দক্ষিণ এশিয়া, আরব দেশগুলো, মধ্য-এশিয়া, মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে প্রযুক্তি স্থানান্তর মঞ্চ স্থাপন করেছে।
(স্বর্ণা/টুটুল/মুক্তা)