সি চিন পিংয়ের কথোপকথন ৪: দারিদ্র্যবিমোচনে পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত থামবো না
  2019-03-13 18:41:02  cri

মার্চ ১৩: বিভিন্ন জায়গা পরিদর্শন বা দুই অধিবেশনে বিভিন্ন প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশগ্রহণের সময় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সব সময় তৃণমূল মানুষের কথা শুনতে চান। তাঁর চোখে তাদের কথা থেকে বোঝা যায় সার্বিক সচ্ছল সমাজ কতটা বাস্তবায়িত হচ্ছে।

কানসু প্রদেশ চীনের সবচেয়ে দরিদ্র প্রদেশের মধ্যে অন্যতম। চীনের কমিউনিস্ট পার্টির প্রধান সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বসন্ত উত্সবের সময় সি চিন পিং কানসু প্রদেশের শিয়াওশান গ্রামের দরিদ্র কৃষকদের দেখতে গিয়েছিলেন। চলতি বছর তিনি কানসু প্রদেশের প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় অংশগ্রহণ করেন।

মূল শব্দ: দারিদ্র্যবিমোচন

সি চিন পিংয়ের কথোপকথন:

এখন থেকে ২০২০ সালে দারিদ্র্যবিমোচনের লক্ষ্য বাস্তবায়নে মাত্র ২ বছর সময় আছে। এখন সবচেয়ে কঠিন সময়। আমাদের নিরলসভাবে সামনে আগাতে হবে। দারিদ্র্যবিমোচন বাস্তবায়িত না হলে থামবো না। দারিদ্র্যবিমোচন বাস্তবায়নে বাস্তবতার ভিত্তিতে অতিরিক্ত উচ্চ-প্রত্যাশা করলেও হবে না এবং মানদণ্ড নিম্ন করে কার্যকরিতা কমিয়ে দিলেও হবে না।

দারিদ্র্যবিমোচন বাস্তবায়নে কঠিন সময়ে আরো কঠোরভাবে মানদণ্ড মেনে নিয়ে চলতে হয়। অতি দ্রুত আগালেও হবে না, মিথ্যা সাফল্যের কথা বললেও হবে না।

(স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040