0313qiyejia
|
প্রতিনিধি তিং: ২০০১ সালে প্রেসিডেন্ট সি চিনচিয়াং জুতা মেলায় আনথা-য়ের প্রদর্শনী হল পরিদর্শনের সময় আমাকে বলেন, প্রথমত পণ্যদ্রব্যের গুণগতমান নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নিজের ব্যান্ড স্থাপন করতে হবে।
প্রেসিডেন্ট সি: প্রথমে কিভাবে আনথা'কে এ কোম্পানির নাম হিসেবে বেছে নেওয়া হয়েছে?
প্রতিনিধি তিং: আনথা'র অর্থ হলো 'শান্ত মনে শিল্প প্রতিষ্ঠা করা, স্বাচ্ছন্দ্য মানুষ হিসেবে গড়ে তোলা'।
প্রেসিডেন্ট সি: তুমি ২০০১ সাল থেকে এই কাজ করে আসছো, এখনো এ কাজে নিযুক্ত আছো। ব্যান্ডটি আরো বড় হয়েছে। শিল্পপ্রতিষ্ঠান স্থাপন শুধু টাকা আদায় করার জন্য নয়, শান্ত মন দিয়ে কাজ করাই হলো মূল দায়িত্ব।
ফুচিয়ান প্রতিনিধি দলের সঙ্গে পর্যালোচনাসভায় অংশগ্রহণের সময় আনথা কোম্পানির চেয়ারম্যান তিং শি জুংয়ের কথা শুনে প্রেসিডেন্ট সি এ মন্তব্য করেন।
মূল শব্দ: নব্যতাপ্রবর্তণ, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং সৃজনশীল কাজ
সি চিন পিংয়ের কথোপকথন:
মনোযোগ দিয়ে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হলো মূল দায়িত্ব।
বিভিন্ন রকমের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য ন্যায়, স্বচ্ছ, আইনের শাসন উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা এবং শিল্পপতিদের সুষ্ঠু উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা উচিত।
(স্বর্ণা/টুটুল/মুক্তা)