0313henan
|
প্রতিনিধি লি: সপ্তম স্বপ্ন, কর্মসংস্থানের স্বপ্ন। কেউ-ই বাড়ি ছেড়ে দূরের শহরে কাজ করতে চায় না। সবাই বাড়ির কাছে চাকরি পেতে চায়। অষ্টম স্বপ্ন, পরিবেশের স্বপ্ন। গ্রামের নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থা পরিবর্তন করতে চাই। নীল আকাশ, সবুজ গাছ ও সুন্দর নদী দেখতে চাই।
প্রেসিডেন্ট সি: খুব সুন্দর স্বপ্নের কথা বললেন। জনাব লি লিয়ান ছেং ৮টি স্বপ্নের কথা বললেন। এসব কথা আমি শুনতে চাই। আমি মাঝে মাঝে দরিদ্র অঞ্চলের অবস্থা দেখতে যাই। সব সময় একটি প্রশ্ন তুলি 'তোমাদের আর কি লাগবে?' আজ যে ৮টি স্বপ্নের কথা বললেন তা কৃষকদের পরবর্তী উন্নয়নের চাহিদা।
হ্যনান প্রতিনিধি দলের পর্যালোচনাসভায় অংশগ্রহণের সময় তিনি কৃষক লি লিয়ান ছেংয়ের স্বপ্নের কথা শুনলেন।
মূল শব্দ: গ্রামাঞ্চলের পুনর্জীবন
সি চিন পিংয়ের কথোপকথন:
গুরুত্বপূর্ণ কৃষি পণ্য, বিশেষ করে খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিত করা হলো গ্রামাঞ্চলকে পুনর্জীবিত করে তোলা প্রকৌশলের প্রধান কাজ।
গ্রামাঞ্চলের অবকাঠামো ও দুর্বলতা উন্নয়ন করা এবং বিভিন্ন রকমের সামাজিক পুঁজির ক্ষেত্রে বিনিয়োগে উত্সাহ দেওয়া উচিত।
শহর ও গ্রামবাসীদের মৌলিক অবসর বীমা, মৌলিক চিকিত্সা বীমা, নিম্নতম জীবনমান নিশ্চিত ব্যবস্থা, গ্রামাঞ্চলে বাবামা কাছে না থাকা শিশুদের বা স্বামী কাছে না থাকা নারীদের এবং বয়স্কদের যত্ন নেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে।
আধুনিক গ্রামাঞ্চলে অনেক আশা ও সম্ভাবনা রয়েছে।
(স্বর্ণা/টুটুল/মুক্তা)