সি চিন পিংয়ের কথোপকথন ১: পশুপালকদের প্রতিনিধিদের কাছে পথ জিজ্ঞাসা
  2019-03-13 17:16:09  cri


মার্চ ১৩: বিভিন্ন জায়গা পরিদর্শন বা দুই অধিবেশনে বিভিন্ন প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশগ্রহণের সময় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সব সময় তৃণমূল মানুষের কথা শুনতে চান। তাঁর চোখে তাদের কথা থেকে বোঝা যায় সার্বিক সচ্ছল সমাজ কতটা বাস্তবায়িত হচ্ছে।

প্রেসিডেন্ট সি: গাচা কিভাবে যাওয়া যায়?

প্রতিনিধি উ: বিমান, রেল, গাড়ি সব মাধ্যমে যাওয়া যায়।

প্রেসিডেন্ট সি: আমাকে পথ দেখান।

প্রতিনিধি উ: আপনি বেইজিং থেকে বিমান যোগে কারছিন বিমানবন্দরে পৌঁছার পর আমরা আপনাকে রিসিভ করবো!

অন্তর্মঙ্গলিয়ার প্রতিনিধি দলের পর্যালোচনাসভায় পশুপালকদের প্রতিনিধি উ ইয়ুন পো প্রেসিডেন্ট সি'কে তাঁর দেশের বাড়ি গাচা দেখার আমন্ত্রণ জানান।

মূল শব্দ: সবুজ উন্নয়ন

সি চিন পিংয়ের কথোপকথন: পরিবেশ রক্ষার প্রতিজ্ঞা বজায় রাখতে হবে। অর্থনীতি উন্নয়নেও পরিবেশের ক্ষতি করা যাবে না।

(স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040