সিপিপিসিসি'র প্রতিনিধি, মিনগে পার্টির কুয়াংসি জুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিটির ভাইস চেয়ারম্যান ও গুইলিন শহরের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ম্যাডাম ছু চিয়ে বলেন, তিনি বহু বার সিএমজি'র অনুষ্ঠান তৈরির স্থানে এসেছেন। পুরো দৃশ্য অসাধারণ।
সিপিপিসিসি'র প্রতিনিধি ও জাতীয় সামুদ্রিক তথ্য কেন্দ্রের পরিচালক হ্যে কুয়াং শুন বলেন, ফাইভ-জি+ফোরকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আরো স্পষ্ট দৃশ্য দেখেছি।
সিপিপিসিসি'র প্রতিনিধি, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেলিযোগাযোগ ক্ষেত্রের বিশেষজ্ঞ ইন হাও বলেন, ভবিষ্যতে ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারের আওতা আরো প্রশস্ত হবে।
বিশ্লেষকরা মনে করেন, ফোর-কে প্রযুক্তির পরিবেশে আমরা আরো ব্যাপক তথ্য উপভোগ করতে পারবো। (ছাই/টুটুল/স্বর্ণা)