আনন্দের চর্চা
  2019-03-13 13:44:07  cri

১৯৯৩ সালের মার্চ মাসে চৌ ছুয়ান সুং-এর পঞ্চম অ্যালবাম 'আমার সঙ্গে বিশ্বের শেষ পর্যন্ত থাকো' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমার দুঃখকে শুকিয়ে দাও' এবং 'তোমার ভালোবাসা আমার লাগেজে আছে'সহ দশটি গান।

১৯৯৪ সালের মার্চ মাসে চৌ ছুয়ান সুং-এর ষষ্ঠ অ্যালবাম 'আবিষ্কার' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'ভালোবাসাকে দূরে রাখো' এবং 'তোমার হাত ধরা'সহ দশটি প্রেমের গান। ১৯৯৫ সালের এপ্রিল মাসে তার সপ্তম অ্যালবাম '৫০ শতাংশের ভালোবাসা' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে '৭৭তম বার ত্যাগ' এবং 'মেয়ের ভালোবাসা'সহ দশটি গান। এ ছাড়া তিনি এ অ্যালবামের প্রযোজক হিসেবে কাজ করেন। 

১৯৯৭ সালে চৌ ছুয়ান সুং আরো ভালো সঙ্গীত রচনা করার জন্য বিদেশে গিয়ে লেখাপড়া করেন। এর সঙ্গে সঙ্গে তিনি ব্রিটেনে ইংরেজি ভাষাও শেখেন। ১৯৯৮ সালে তিনি নতুন স্টাইল নিয়ে পুনরায় সঙ্গীত মহলে যোগ দেন। 

২০০০ সালের ডিসেম্বর মাসে তার নবম অ্যালবাম 'ট্রান্সফার' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে 'নোটবুক' এবং 'গোধূলি'সহ ১২টি গান। উল্লেখযোগ্য বিষয় হল এই দু'টি গান তার প্রতিনিধিত্বকারী গান, গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 

২০০৩ সালে চৌ ছুয়ান সুং নিজের একটি সঙ্গীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে তিনি সিংগাপুরে 'আমি তোমার সাথে আছি' নামে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছরের ১২ নভেম্বর, তিনি দশম অ্যালবাম 'পুরুষ‌-সমুদ্র' প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত 'বসন্তকালের ফুল কেন ফুটেছে' এবং 'ভালোবাসার বিদায় অনুষ্ঠান'সহ দশটি গান অন্তর্ভুক্ত করা হয়। 

২০০৫ সালের ২৯ জুন, চৌ ছুয়ান সুং-এর ১১তম অ্যালবাম 'তারা ভরা আকাশের কাহিনী' প্রকাশিত হয়। ২০০৬ সালের ১৮ মার্চ, তিনি 'চীনের মৌলিক গান তালিকার' হংকং ও তাইওয়ান অঞ্চলের শ্রেষ্ট সুরকারের পুরস্কার পান। একই বছরের জুন মাসে, তাঁর দ্বাদশ অ্যালবাম 'আনন্দের গান' প্রকাশিত হয়। 

২০১৪ সালের ১১ নভেম্বর, চৌ ছুয়ান সুং-এর সপ্তদশ অ্যালবাম 'ফিরে যেতে চাই না' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা হয় 'ফুলের পাপড়িতে বৃষ্টি পড়ার শব্দ'সহ দশটি গান। ২০১৫ সালের জুন মাসে চৌ ছুয়ান সুং 'ফিরে যেতে চাই না' নামে বিশ্বব্যাপী ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত আপনাদেরকে চীনের বিখ্যাত কন্ঠশিল্পী চৌ ছুয়ান সুং-এর পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম, বিদায় নেয়ার আগে আপনাদের শোনাবো তাঁর আরেকটি গান, গানের নাম ' তুষার উড়ছে'।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040