ত্রয়োদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ
  2019-03-13 11:25:02  cri

মার্চ ১৩: চীনের ত্রয়োদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন আজ (বুধবার) বেইজিংয়ে শেষ হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনের কমিউনিস্ট পার্টি ও দেশের নেতারা সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং তার ভাষণে বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ৭০ বছরের মধ্যে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন নয়া চীন প্রতিষ্ঠা, সংস্কারের পথ অনুসন্ধান এবং চীনা স্বপ্ন বাস্তবায়নের অনুশীলনে ঝাঁপিয়ে পড়েছে। চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের মঞ্চ আরও বিস্তৃত হয়েছে এবং দায়িত্বও আরও জোরদার হয়েছে। তাই গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন শিল্পের উন্নয়ন অব্যাহতভাবে এগিয়ে নেওয়া উচিত্ বলে জোর দেন ওয়াং ইয়াং।

উল্লেখ্য, ত্রয়োদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশন মোট ১১ দিন স্থায়ী হয়। চীনের বিভিন্ন পার্টি, জাতি ও মহলের ২১০০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040