আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপের প্রতি পুনরায় চীনের সমর্থন ঘোষণা
  2019-03-13 10:31:08  cri
মার্চ ১৩: আফগানিস্তানের রাজনৈতিক সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া ও সেদেশে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি উ হাই থাও। সম্প্রতি আফগান ইস্যুবিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় তিনি এ আহ্বান জানান।

উ থাই হাও বলেন, আফগানিস্তানে স্থায়ী শান্তি ও দীর্ঘমেয়াদি উন্নয়ন বাস্তবায়ন শুধুমাত্র আফগান জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত, তা নয়; বরং আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক সমাজের সদস্যদের উচিত নিজ নিজ প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অব্যাহতভাবে আফগানিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, চলতি বছর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিটি সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কাজ করবে এবং আফগানিস্তানে জাতিসংঘ সাহায্যদল সংশ্লিষ্ট প্রযুক্তিগত সমর্থন দেবে বলে আশা করে চীন।

তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ঐক্য জোরদার করে দেশের নিরাপত্তা রক্ষায় অভিন্ন দায়িত্ব পালন করবে এবং সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যে মতভেদ দূর করবে বলেও চীন আশা করে। (লিলি/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040