আইনের শাসন বাণিজ্যের জন্য সবচেয়ে ভাল পরিবেশ: হাইকোর্ট ও সর্বোচ্চ অভিশংসক দফতর
  2019-03-12 20:03:15  cri

মার্চ ১২: চীনের সুপ্রিম কোর্ট ও সর্বোচ্চ অভিশংসক দফতর আজ (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তাদের কর্ম-বিবরণী পর্যালোচনার জন্য দাখিল করেছে। তাদের বিবরণীতে জোর দিয়ে বলা হয়, মেধাস্বত্ব রক্ষা করা জোরদার করা হবে এবং আইনের শাসনের মাধ্যমে বাণিজ্যের জন্য সবচেয়ে ভাল পরিবেশ তৈরি করা হবে।

সুপ্রিম কোর্টের প্রধান চৌ ছয়াং বলেন, গত এক বছরে মেধাস্বত্ব রক্ষা জোরদার করার জন্য সংশ্লিষ্ট মামলার আবেদন শুনানি ব্যবস্থা স্থাপিত হয়েছে। সুপ্রিমকোর্ট বিশেষ করে মেধাস্বত্ব কোর্ট প্রতিষ্ঠা করেছে। বেইজিং, শাংহাই, কুয়াংচৌতে মেধাস্বত্ব কোর্ট এবং ১৯টি মেধাস্বত্ব আদালত স্থাপিত হয়েছে।

সর্বোচ্চ অভিশংসক দফতরের প্রধান জাং চিউন জানান, চলতি বছর মেধাস্বত্ব লংঘন এবং নকল পণ্য তৈরি সংক্রান্ত অপরাধের কঠোর শাস্তি দেওয়া হবে।

বিশ্ব ব্যাংক প্রকাশিত 'বাণিজ্য পরিবেশ প্রতিবেদন ২০১৯' অনুযায়ী, চীনের বাণিজ্য পরিবেশ বিশ্বের মধ্যে ৪৬তম স্থানে রয়েছে। তাছাড়া 'বিচার প্রক্রিয়ার মান সূচনায়' চীনের স্থান প্রথম এবং 'চুক্তি সম্পূর্ণকরণ সূচনায়' চীন ষষ্ঠ স্থানে রয়েছে।

(স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040