বেইজিংয়ে গণমুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশের প্রতিনিধি দলের পর্যালোচনায় সি চিন পিং
  2019-03-12 19:58:21  cri
মার্চ ১২: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং আজ (মঙ্গলবার) বিকালে বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে গণমুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশের প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নেন।

তিনি বলেন, এ বছর হল সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা, চীনা বাহিনীর 'ত্রয়োদশ পাঁচ সালা' পরিকল্পনা, এবং প্রতিরক্ষা ও বাহিনীর ২০২০ সাল লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বছর। সামগ্রিক বাহিনীর উচিত চীনা স্বপ্নের শক্তিশালী বাহিনী গঠনে সার্বিকভাবে সময় মত লক্ষ্য ও দায়িত্ব বাস্তবায়নে চেষ্টা করা। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040