সিপিপিসিসি'র প্রতিনিধি শেনওয়ানহংইউয়ান সিকিউরিটিজ গবেষণালয়ের প্রধান অর্থনীতিবিদ ইয়াং ছেং ছাং মনে করেন, আইনের খসড়া প্রণয়ণের অভিজ্ঞতা অবাধ বাণিজ্যিক এলাকা পরিচালনার পদ্ধতি থেকে সংগ্রহ করা হয়।
সিপিপিসিসি'র প্রতিনিধি ও দেহলের গ্রুপের চীনা শাখার ভাইস চেয়ারম্যান ম্যাডাম চিয়াং ইং বলেন, আইনের খসড়ায় বিদেশি ব্যবসায়ীদের স্বার্থ ও উদ্বগের জবাব দেয়া হয়। বিদেশি ব্যবসায়ীদের চীনে বিনিয়োগের উত্সাহ দেয়া হয়।
সিপিপিসিসি'র অর্থনীতি কমিশনের উপ-পরিচালক লিউ শি চিন বলেন, আইনের খসড়ায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নিয়ম একীকরণ করা হয়। এটি স্থিতিশীল, স্বচ্ছ ও ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক। (ছাই/টুটুল/স্বর্ণা)