চীনের সর্বোচ্চ গণআদালতের পর্যালোচনা কমিশনের উপমন্ত্রী পর্যায়ের পেশাদার সদস্য লিউ কুই স্যিয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-এর দ্বিতীয় অধিবেশনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে চীনের বিভিন্ন পর্যায়ের গণআদালতে বহুমুখী পরিচালনার কাজকর্ম কাঠামো গড়ে তোলা হয়। এর মাধ্যমে সমস্যা সমাধানের সামাজিক ভিত্তি স্থাপিত হয় এবং প্রচুর ঐতিহাসিক মামলা সমাধান করা হয়। (ছাই/টুটুল/স্বর্ণা)