সম্প্রতি পরিসংখ্যানে বলা হয়, বেসরকারি অর্থনীতি সমগ্র চীনের ৫০ শতাংশ কর প্রদান করে এবং ৬০ শতাংশ'রও বেশি জিডিপি এবং ৭০ শতাংশ'রও বেশি প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তনের সাফল্যে অবদান রেখে। চীনা বেসরকারি অর্থনীতি নগরে ৮০ শতাংশ'রও বেশি কর্মসংস্থান সরবরাহ করে এবং ৯০ শতাংশ'রও বেশি প্রতিষ্ঠান হল বেসরকারি প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো উন্নয়নের প্রক্রিয়ায় কিছু কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছে। চীন সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কঠিন অবস্থা সমাধানের জন্য ধারাবাহিক সুবিধা ব্যবস্থা নিয়েছে।
চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) প্রতিনিধি চাং চিয়ান মনে করেন, ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ গড়ে তোলা জোরদার করা উচিত। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি নব্যতাপ্রবর্তন পরীক্ষাগার, প্রযুক্তি কেন্দ্র ও গবেষণালয়ে প্রবেশ করার অনুমোদন দেওয়া হবে।
সিপিপিসিসি'র প্রতিনিধি ইয়ে ছিং মনে করেন, যদিও কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমর্থন জোরদার করে আসছে, তবুও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত নিজের সামর্থ্য উন্নয়ন করা। ব্যবসার পরিবেশ উন্নয়ন করতে হবে। (ছাই/টুটুল/স্বর্ণা)