মেধাস্বত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে চীন
  2019-03-12 19:49:45  cri
মার্চ ১২: মেধাস্বত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে চীন। সেই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্বাভাবিক প্রযুক্তি ও বাণিজ্যিক যোগাযোগ ত্বরান্বিত করা, উন্মুক্ত অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা, বিদেশে মেধাস্বত সুরক্ষা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা অনুসন্ধান করা এবং বিদেশে ক্ষমতা সুরক্ষা জোরদার করবে বেইজিং।

চীনা জাতীয় মেধাস্বত ব্যুরোর মহাপরিচালক শেন ছাং ইউ আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এ কথা বলেন।

এবারের চীনা জাতীয় গণকংগ্রেসে উত্থাপিত সরকারি কর্ম-বিবরণীতে বলা হয়, এ বছর চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক নব্যতাপ্রবর্তন সহযোগিতা উন্নয়ন করতে, মেধাস্বত সুরক্ষা জোরদার করতে, মেধাস্বত লঙ্ঘনের শাস্তিমূলক ক্ষতির ব্যবস্থা পূরণ করতে এবং সভ্যতা সৃজন ও ব্যবহার ত্বরান্বিত করতে থাকবে। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040