নতুন প্রধান গণমাধ্যমের কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সিএমজি
  2019-03-12 18:37:26  cri

(চীনের উপ প্রচার মন্ত্রী ও সিএমজি'র মহাপরিচালক শেন হাই স্যিয়ং ভাষণ দেন )

মার্চ ১২: এ বছর চীনের দুই অধিবেশনের তথ্য প্রচারের প্রক্রিয়ায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) নতুন প্রযুক্তি ব্যবহার করে ও পুরোপুরি তথ্য বিপ্লবের সাফল্য দিয়ে প্রচারের পদ্ধতি সংযুক্ত করে সময় মত চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর প্রস্তাব ও প্রতিনিধিদের কণ্ঠ প্রচার করে।

জানা গেছে, সিএমজি প্রথম বারের মত বিশ্বের কাছে ফাইভ-জি প্রযুক্তির সমর্থনে ফোরকে আল্ট্রা উচ্চ সংজ্ঞার সংকেত প্রচার করে। গণমহাভবন ও মিডিয়া সেন্টার ছাড়াও সিএমজি থিয়ানআনমেন মহাচত্বর ও প্রতিনিধি কেন্দ্রে সফলভাবে ফাইভ-জি সংকেত প্রচার করে। ফাইভ-জি নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বহু ফোর-কে ও ভিআর'র ভিডিও নির্মাণ করা হয়।

সিএমজি সিসিটিভি, চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) ও চীন আন্তর্জাতিক বেতার এবং বিভিন্ন গণমাধ্যম প্ল্যাটফর্ম সংযুক্ত করে ফিউশন প্রচার বাস্তবায়ন করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের শেষ দিকে সিএমজি চায়না টেলিকম, চায়না মোবাইল, চায়না ইউনিকম ও হুয়াওয়েই'র সঙ্গে সহযোগিতা করে চীনের প্রথম জাতীয় পর্যায়ের ফাইভ-জি নতুন গণমাধ্যম প্ল্যাটফর্ম সৃষ্টি করে। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040