তিনি জানান, প্রথম দুই মাসে চীনের কৃষি উত্পাদন স্থিতিশীল, শিল্প উন্নয়ন স্থিতিশীল, পরিসেবা শিল্পের উন্নয়ন দ্রুত। এর মধ্যে তথ্য শিল্প, বাণিজ্য পরিসেবা ইত্যাদি আধুনিক পরিবেসা দ্রুত উন্নয়ন হয়েছে। তাছাড়া, আমদানি-রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বেড়েছে।
তিনি আরো জানান, মার্চ মাসের প্রথম দিকে আমদানি ও রপ্তানি ২০ শতাংশ বেড়েছে। দেশের বিদেশি মুদ্রা রিজার্ভ গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ৩.০৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ফেব্রুয়ারি মাসে ক্রয় ব্যবস্থাপনা সূচকে নতুন অর্ডার সূচনা ৫০.৬ শতাংশে দাঁড়িয়েছে।
(স্বর্ণা/টুটুল/মুক্তা)