রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত: সুপ্রিম কোর্ট ও সর্বোচ্চ অভিশংসক দফতর
  2019-03-12 18:25:41  cri

মার্চ ১২: চীনের সুপ্রিম কোর্ট ও সর্বোচ্চ অভিশংসক দফতর আজ (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তাদের কর্ম-বিবরণী পর্যালোচনার জন্য দাখিল করেছে। তাদের বিবরণীতে রাষ্ট্রীয় রাজনৈতিক নিরাপত্তা রক্ষা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।

সুপ্রিম কোর্টের কার্য-বিবরণীতে বলা হয়, গত বছর দেশের বিভিন্ন পর্যায়ের কোর্ট বিভিন্ন বিচ্ছিন্ন তত্পরতা, রাষ্ট্রীয় ক্ষমতা নাশ করা এবং গুপ্তচর ইত্যাদি অপরাধের কঠোর শাস্তি দিয়েছে। তাছাড়া, দেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সন্ত্রাস দমন সংক্রান্ত কাজে যৌথ সহযোগিতা চালিয়ে রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় সচেষ্টা চালিয়েছে।

সুপ্রিম কোর্টের বিবরণীতে আরো বলা হয়, ২০১৯ সালে তাদের প্রধান কাজ হবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করা এমন প্রয়াসের প্রতিরোধ করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে প্রচেষ্টা চালানো।

সর্বোচ্চ অভিশংসক দফতরের কার্য-বিবরণীতে বলা হয়, চীনের বিভিন্ন পর্যায়ের অভিশংসক দফতর সব সময় রাজনৈতিক নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তারা যে কোনো ধরনের নাশকতামূলক তত্পরতা, সন্ত্রাসী তত্পরতা বা বিচ্ছিন্নতাবাদী তত্পরতা নির্মূল করার চেষ্টা চালাবে। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040