জিয়াং সান ছিংয়ের পেইন্টিং প্রদর্শনী প্যারিসে উদ্বোধন
  2019-03-12 10:44:17  cri

জিয়াং সান ছিংয়ের পেইন্টিং প্রদর্শনী প্যারিস সময় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্যারিসে উদ্বোধন করা হয়। তার প্রদর্শিত ১১টি পেইন্টিংয়ে শিল্পীর উদ্ভাবনী শক্তি ও প্রচেষ্টা সবাই উপভোগ করেছেন।

ফ্রান্সে চীনের রাষ্ট্রদূত জায় চুন উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, জনাব জিয়াং সান ছিং হচ্ছেন সমসাময়িক চীনা শিল্পী। তার চিত্রকর্ম, বিশেষ করে কালি পেইন্টিং ঐতিহ্যগত, একই সঙ্গে আধুনিক শৈলীর ছাপও তাতে দেখা যায়। জাতীয় শৈলীর পাশাপাশি সারা পৃথিবীর চিত্রকর্মও তাতে দেখা যায়। এটি সম্পূর্ণরূপে সমসাময়িক চীন সাংস্কৃতিক আস্থা এবং সৃজনশীল জীবন প্রতিফলিত করে। চীন ও ফ্রান্স দু'টি সভ্যতার বড় দেশ, মহান চিত্রশিল্পের দেশ। চলতি বছর চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ৫৫ বছর আগে, সংস্কৃতির আকর্ষণে দু'দেশের সম্পর্ক শুরু হয়। আজ সাংস্কৃতিক এবং শৈল্পিক বিনিময় এখনও চীন-ফ্রান্স সম্পর্কের সবচেয়ে সক্রিয় এলাকা।

জিয়াং সান ছিং বলেন, ক্যালিগ্রাফি ও কালি পেইন্টিং ঐতিহ্য থেকে আধুনিকতা, ইতিহাস থেকে ভবিষ্যতের দিকে উন্নত করতে চাইলে বিকাশ, গবেষণা ও উদ্ভাবন চালিয়ে যেতে হবে। কালি পেইন্টিং প্রাচ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তিনি আশা করেন, নতুন যুগে সমসাময়িক কালি পেইন্টিংয়ের মাধ্যমে ফরাসি মানুষের কাছে চীনা শিল্পের বৈশিষ্ট্য প্রচারিত হবে।

এবার প্রদর্শনী প্যারিসের রাফায়েল হোটেলে অনুষ্ঠিত হয়। এতে আধুনিক চীনা কালি পেইন্টিং এবং পশ্চিমা সজ্জা শিল্পের সমন্বয়ে একটি যাদুঘর মানের হোটেলে অনন্য নান্দনিক অভিজ্ঞতা তৈরি করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040