চীনের প্রথম <অতিকায় পান্ডা কাহিনী (Chronicles)> প্রকাশিত
  2019-03-12 10:42:40  cri

চীনের প্রথম <অতিকায় পান্ডা কাহিনী (Chronicles)> সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি চীন এমনকি বিশ্বের জন্য এবং অতিকায় পান্ডাসহ অন্যান্য বিপন্ন বন্যপ্রাণীর রক্ষা ও ব্যবস্থাপনা ব্যাপারে বিস্তারিত সহযোগিতা প্রদান করবে।

সিছুয়ান প্রদেশের আঞ্চলিক 'পান্ডা কাহিনী'বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, অতিকায় পান্ডা কাহিনীতে ৮ লাখ ২০ হাজারেরও বেশি শব্দ আছে। বইয়ের সংকলন ও পর্যালোচনায় ১২ বছর সময় লেগেছে। বইয়ের প্রধান বিষয়বস্তু হলো: জায়ান্ট পাণ্ডার সংখ্যা ও জাত, জায়ান্ট পান্ডার সংরক্ষণ ব্যবস্থাপনা, জায়ান্ট পান্ডার অভয়ারণ্য, জায়ান্ট পান্ডার দুর্যোগ অবস্থা ও উদ্ধার, জায়ান্ট পান্ডা গবেষণা জরিপ, জায়ান্ট পান্ডার বৈজ্ঞানিক গবেষণা এবং জায়ান্ট পাণ্ডা সংস্কৃতিসহ বেশ কয়েকটি অধ্যায়।

বইটিতে উল্লেখিত সময়সীমা নিউওলিথিক যুগের শেষ পর্যায়ে শুরু হয়ে শেষ হয়েছে ২০০৫ সালে এসে। জায়ান্ট পান্ডা কার্যক্রমের আওতায় এসেছে সিছুয়ান প্রদেশে, কানসু এবং শানসি প্রদেশে।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এই বইটি জায়ান্ট পান্ডার রহস্যময় জীবন, প্রজাতির বৈশিষ্ট্য, জায়ান্ট পান্ডার বিতরণ বিন্যাস এবং জায়ান্ট পান্ডা সংরক্ষণ, ত্রাণ ও গবেষণায় কঠিন মনোযোগ দিয়েছে। এটি একটি ব্যাপক বই যা ঐতিহাসিক ঘটনা এবং ঘটনাগুলির সঙ্গে জায়ান্ট পাণ্ডার জীবন ইতিহাস, গবেষণার ইতিহাস, সুরক্ষা ইতিহাস, উন্নয়ন ইতিহাস এবং সাংস্কৃতিক ইতিহাস জড়িয়ে রয়েছে। এ কাজের একটি মহান ঐতিহাসিক এবং ব্যবহারিক তাত্পর্য আছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040