সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় চীন
  2019-03-12 10:31:50  cri

পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং ২৮ ফেব্রুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাতের সময় জারদারি বলেন, পাকিস্তানের পরিস্থিতির যে কোনো পরিবর্তন হোক-না-কেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বর্তমানে পাকিস্তান কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীন তাতে যে সাহায্য ও সমর্থন দিয়েছে, পাকিস্তান সেজন্য ধন্যবাদ জানায়। পাকিস্তান পিপলস পার্টি সিপিসি'র সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

জবাবে ইয়াও চিং বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চীনা জনগণের পুরানো বন্ধু। পিপিপি'র সঙ্গে দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে এবং দুই পার্টি ও দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ইচ্ছুক ইচ্ছুক চীন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040