বিশ্ববিখ্যাত নিউইয়র্ক উপসাগর এলাকা, সান ফ্রান্সিসকো উপসাগর এলাকা ও টোকিও উপসাগর এলাকার চেয়ে চীনের কুয়াংতং, হংকং ও ম্যাকাও মহা উপসাগর এলাকার উন্মুক্ত অর্থনীতির পদ্ধতি আরো অগ্রগ্রামী। এক দিকে আন্তর্জাতিক প্রথম পর্যায়ের উপসাগরের উচ্চ মানদণ্ডের উন্নয়ন করা হয়, অন্য এক দিকে 'এক রাষ্ট্র, দু'টি সমাজ ব্যবস্থা, তিনটি শুল্ক এলাকা, তিনটি মুদ্রা, তিনটি আইন ব্যবস্থা' উন্নয়নের কাঠামোয় নব্যতাপ্রবর্তন করা হয়।
চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, এলাকাটিতে এ বছর প্রধান পরিকল্পনা ও নীতি ব্যবস্থা গড়ে তোলা হবে। উত্পাদিত ফ্যাক্টর ও ব্যক্তি বিনিময়ের সুবিধা উন্নীত হবে।
কুয়াংতং, হংকং ও ম্যাকাও চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার ৪০ বছরে বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে। এটি উপসাগর এলাকা নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করে।
কুয়াংতং, হংকং ও ম্যাকাও মহা উপসাগর এলাকার আয়তন নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও টোকিও উপসাগর এলাকার সমষ্টি। বিশ্লেষকরা মনে করেন, এ এলাকা চীনকে উন্নয়নের অন্যমাত্রায় নিয়ে যাবে। (ছাই/টুটুল)