ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত
  2019-03-11 19:12:40  cri
নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন। সোমবার দিনের শুরুতে ভোট পরিস্থিতি সুন্দর ও সুশৃঙ্খল থাকলে পরের দিকে এসে ভোটচিত্র বদলে যায়।

সিল মারা ব্যালট পেপার পাওয়ার অভিযোগে ছাত্রীদের বিক্ষোভের মুখে বাংলাদেশ-কুয়েত মেত্রী হলে তিন ঘন্টা ভোট বন্ধ থাকে। সেখানে প্রভোস্টকে অব্যাহতি দেয়া হয়। রোকেয়া ও শামসুন্নাহার হলেও অনিয়মের অভিযোগে ভোট সাময়িক বন্ধ থাকে। ছাত্রদের হলে ভোট বন্ধ না হলেও উদ্দেশ্যমূলকভাবে দীর্ঘলাইন ও জটলা তৈরির অভিযোগ রয়েছে। নানা অনিয়মের অভিযোগে ছাত্রদল, বামছাত্রসংগঠনগুলো ও কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং স্বাধীকার স্বতন্ত্র পরিষদ ও জোট নির্বাচন বয়কট করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে তারা। তবে ছাত্রলীগ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান দাবি করেছেন একটি হল ছাড়া নির্বচন সুষ্ঠু হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040