তিনি জানান, প্রেসিডেন্ট সি'র বক্তব্যে তাইওয়ান সংক্রান্ত কাজকর্মে জনগণকে কেন্দ্র করে সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা দেওয়ার বিষয়টি ফুটে উঠেছে। এর মধ্য দিয়ে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করেছে। জনগণকে কেন্দ্র করে ভাবনা ও চিন্তাধারা তাইওয়ান অভিবাসীদের উপরও সমানভাবে চালু করা উচিত।
তিনি আরো জানান, প্রেসিডেন্টের বক্তব্যে দেশের একীকরণে ফুচিয়ান প্রদেশের বিশেষ ভূমিকার কথা জোর দিয়ে বলা হয়েছে। তাইওয়ান অভিবাসীদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে ফুচিয়ানের মুখ্য পদক্ষেপ নেওয়া উচিত।
(স্বর্ণা/টুটুল)