তাইওয়ানে জন্মগ্রহণ করা লিন জি ইউয়ান ২০১৫ সালে ফুচিয়ান প্রদেশে নিজের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন। প্রেসিডেন্ট সি'র বক্তব্য নিয়ে তিনি বলেন, ফুচিয়ান প্রদেশের ফিংথান অঞ্চল এখন তাইওয়ানের যুবকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তারা স্থানীয় মানুষের মত সমান সুযোগ ও মর্যাদা পাচ্ছে। 'তাইওয়ানের জন্য ৩১টি সুবিধা ব্যবস্থা' চালু হওয়ার পর আমি খুব ভাগ্যবান যে প্রাদেশিক পুরষ্কার পাওয়া প্রথম তাইওয়ান যুবক। তা আমার জন্য খুব বড় স্বীকৃতি।
(স্বর্ণা/টুটুল)