চীনা প্রেসিডেন্টের বক্তৃতা নিয়ে তাইওয়ান প্রতিনিধিদের আলোচনা
  2019-03-11 18:58:53  cri
মার্চ ১১: গতকাল (রোববার) বিকেলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে ফুচিয়ান প্রদেশের প্রতিনিধি দলের সদস্যদের পর্যালোচনায় অংশগ্রহণ করেন। তাইওয়ান সম্পর্কে তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুই তীরের সমন্বিত উন্নয়নের নতুন পদ্ধতি বের করতে হবে এবং মূলভূভাগের জনসাধারণের মত তাইওয়ান অভিবাসীদের সমান পরিসেবা দেওয়া উচিত। এ বক্তব্য নিয়ে তাইওয়ান প্রতিনিধিরা উষ্ণ আলোচনা করেন।

তাইওয়ানে জন্মগ্রহণ করা লিন জি ইউয়ান ২০১৫ সালে ফুচিয়ান প্রদেশে নিজের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন। প্রেসিডেন্ট সি'র বক্তব্য নিয়ে তিনি বলেন, ফুচিয়ান প্রদেশের ফিংথান অঞ্চল এখন তাইওয়ানের যুবকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তারা স্থানীয় মানুষের মত সমান সুযোগ ও মর্যাদা পাচ্ছে। 'তাইওয়ানের জন্য ৩১টি সুবিধা ব্যবস্থা' চালু হওয়ার পর আমি খুব ভাগ্যবান যে প্রাদেশিক পুরষ্কার পাওয়া প্রথম তাইওয়ান যুবক। তা আমার জন্য খুব বড় স্বীকৃতি।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040