চীন সুষম বৈজ্ঞানি গবেষণার পরিবেশ তৈরি করে উদ্ভাবনশীল দেশ গঠন করবে
  2019-03-11 18:50:15  cri

মার্চ ১১: চীন মৌলিক গবেষণা সম্পূর্ণ করে বৈজ্ঞানিক গবেষণার সুষম পরিবেশ তৈরি করে উদ্ভাবনশীল দেশ গঠন করার চেষ্টা করবে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ওয়াং জি কাং আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি জানান, চীনের বৈজ্ঞানি উদ্ভাবনের 'তিন পদক্ষেপ' অনুযায়ী, ২০২০ সালে চীন উদ্ভাবনশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। ২০৩৫ সালে চীন উদ্ভাবনশীল দেশের প্রথম সারিতে থাকবে। ২০৫০ সালে চীন শক্তিশালী উদ্ভাবনশীল দেশে পরিণত হবে।

তিনি আরো জানান, গত বছর চীনের যৌথ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা বিশ্বের মেধাস্বত্ব সংস্থার তালিকায় ১৭তম স্থানে রয়েছে। চীনের বৈজ্ঞানিক অগ্রগতির অবদান হার ৫৮.৫ শতাংশ। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে চীনের বৈজ্ঞানিক অগ্রগতির সূচনা আরো উন্নীত হয়ে ৬০ শতাংশে দাঁড়াবে।

তিনি আরো জানান, চীন মৌলিক গবেষণার সম্পূর্ণকরণ করবে এবং বৈজ্ঞানিক গবেষণার সুষম পরিবেশ সৃষ্টি করবে। আইন, নীতি, পরিবেশ ও বরাদ্দের দিক থেকে বৈজ্ঞানিক গবেষকদের উত্সাহ ও তত্ত্বাবধান করবে। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040