পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে নুচিয়াংয়ে সার্বিক সচ্ছল সমাজের লক্ষ্য বাস্তবায়িত হবে: সিপিপিসিসি'র প্রতিনিধি
মার্চ ১১: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রতিনিধি লি ইয়ৌ স্যিয়াং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, নুচিয়াং হল চীনের গভীর দরিদ্র এলাকার একটি। দেশের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে নুচিয়াংয়ে সার্বিক সচ্ছল সমাজের লক্ষ্য বাস্তবায়িত হবে। আমি মনে করি, নুচিয়াংয়ের উন্নয়নের প্রতিবন্ধকতা হল পরিবহন ও অবকাঠামো ব্যবস্থা।
নুচিয়াং লিসু জাতির স্বায়ত্তশাসিত এলাকা ইউননান প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। নুচিয়াং হল চীনের একমাত্র লিসু জাতির স্বায়ত্তশাসিত এলাকা।
তিনি বলেন, স্থানীয় প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া উচিত। শিক্ষার মাধ্যমে দারিদ্র্যবিমোচন উন্নীত করা হবে। এছাড়াও পরিবহন ও অবকাঠামো ব্যবস্থার নির্মাণ জোরদার করা উচিত। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও সুস্বাস্থ্য নিশ্চিত করা উচিত। (ছাই/টুটুল)