চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ওয়াং চি গাং আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৮ সালে গবেষণা ও অনুসন্ধান, গবেষণামূলক প্রবন্ধ, পেটেন্ট এবং উচ্চ ও নতুন প্রযুক্তিগত শিল্প ক্ষেত্র নির্মাণে চীনের প্রচেষ্টা ফলপ্রসূ। বহুমুখী বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তনের সামর্থ্যে বিশ্বের মেধাস্বত্ব সংস্থার নাম তালিকায় চীন ১৭তম স্থানে রয়েছে। চীন ২০২০ সালে নব্যতাপ্রবর্তন রাষ্ট্রের নাম তালিকায় উঠে যাবে, ২০৩৫ সালে নব্যতাপ্রবর্তন রাষ্ট্রের নাম তালিকার শীর্ষ স্থানে উঠে যাবে, ২০৫০ সালে বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে চীন মৌলিক গবেষণার দুর্বলতা পূরণ করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তন নিশ্চিত করার চেষ্টা করবে।
তিনি বলেন, বর্তমানে চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা জোরদার করছে। (ছাই/টুটুল)