এনপিসি'র প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় চীনা প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃবৃন্দ
  2019-03-11 14:47:52  cri
মার্চ ১১: গতকাল (রোববার) ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় অধিবেশনের প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ফুচিয়ানের প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় সি চিন পিং জোর দিয়ে বলেন, নব্যতাপ্রবর্তন ও কর্মসংস্থানের উন্নয়নের জন্য সহায়ক সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে এবং বৈশ্বিক কাঠামোতে চীনের প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতাশক্তি বাড়াতে হবে। তিনি আশা করেন, যথাযথ প্রশিক্ষণ, অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকা, ও অর্থনীতিতে বিশেষ এলাকার সুবিধা সার্বিকভাবে ফুচিয়ানের প্রতিযোগিতার ক্ষমতা বাড়িয়ে দেবে।

চিয়াংসুর প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় এনপিসি'র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু বলেন, বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগসংক্রান্ত আইনে নতুন যুগে সংস্কার ও উন্মুক্তকরণের পথে হাঁটার চীনা আগ্রহ প্রতিফলিত হয়েছে। তা ছাড়া, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, চীন পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থে উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তুলতে চায়।

সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং হু নিং, এবং চাও লে জি আলাদাভাবে তিব্বত, সিনচিয়াং ও হাইনান প্রতিনিধিদলের পর্যালোচনাসভায় অংশ নিয়েছেন। তাঁরা যথাক্রমে তিব্বতের স্থিতিশীল উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন, সিনচিয়াংয়ের শিক্ষার উন্নয়ন ও স্থিতিশীলতা, এবং হাইনান প্রদেশের অবাধ বাণিজ্য এলাকাসহ বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040