কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকা নির্মাণে সংশ্লিষ্টদের ভূমিকা
  2019-03-11 13:27:28  cri

চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকার প্রতিনিধিরা এখন বেইজিংয়ে জাতীয় গণ কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করছেন। সরকারি কর্মবিবরণী পর্যালোচনা করার সময় তারা বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকার নির্মাণ হংকং ও ম্যাকাওয়ের ভবিষ্যত উন্নয়নের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে। দুটি জায়গা এ সুযোগ কাজে লাগিয়ে দেশকে সেবা দেবে এবং নিজেরা উন্নত হবে।

এনপিসি স্থায়ী কমিটির সদস্য, হংকং বিশেষ প্রশাসনিক এলাকার প্রতিনিধি থান ইয়াও জুং বলেন, চলতি বছরের সরকারি কর্মবিবরণীতে বলা হয়েছে যে, হংকং ও ম্যাকাও 'এক অঞ্চল, এক পথ' ও কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকার সুযোগ কাজে লাগিয়ে মূল ভূভাগের সঙ্গে সহযোগিতা গভীরতর করার বিষয়টি সমর্থন করে কেন্দ্রীয় সরকার। এটা হংকংয়ের ভবিষ্যত উন্নয়নের দিক্‌নির্দেশক। তিনি বলেন

" 'এক দেশ, দুই ব্যবস্থা'র কাঠামোতে হংকং বিশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পায়, যা উপকূলীয় এলাকায় হংকংয়ের প্রাধান্য। আমরা নিজের বৈশিষ্ট্য ভালভাবে ব্যবহার করে 'এক অঞ্চল, এক পথ' ও উপকূলীয় একালার নির্মাণে অংশগ্রহণ করব এবং হংকংয়ের নাগরিকরাও দেশের অর্থনীতির উন্নয়ন থেকে উপকৃত হবে।"

হংকংয়ের এনপিসি প্রতিনিধি ইয়ে কুও ছিয়ান বলেন, কিছুদিন আগে প্রকাশিত হয় কুয়াং তুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকা উন্নয়নের পরিকল্পনা এবং এতে বলা হয় হংকং, ম্যাকাও, কুয়াং চৌ ও শেন চেন—এই চারটি কেন্দ্রীয় শহরের মধ্যে হংকং সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে, যা হংকংয়ের বিশেষ অবস্থান ও ভূমিকার প্রতীক। তিনি বলেন, উপকূলীয় এলাকা উন্নয়নের কেন্দ্রীয় ইঞ্জিন হিসেবে হংকংয়ের গুরুত্ব স্পষ্ট। অন্যদিকে, হংকং ইতিবাচকভাবে উপকূলীয় এলাকার পরিকল্পনা ও নির্মাণে অংশগ্রহণ করছে, যা হংকংয়ের সুদূরপ্রসারী স্বার্থ ও উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভবিষ্যতে উপকূলীয় এলাকায় হংকংয়ের ভূমিকা হবে মূল ভূভাগের সঙ্গে মিউচুয়াল বেনিফিট এবং উন্নয়নের নতুন সুযোগ খুঁজে পাওয়া।

হংকং এনপিসির প্রতিনিধি চাই সু ইয়ু উপকূলীয় এলাকা পরিকল্পনা কে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া একটি উপহার মনে করেন। এতদাঞ্চলের নির্মাণের ক্ষেত্রে তিনি তিনটি প্রস্তাব উত্থাপন করেন:

১. হংকং সরকার ইতিবাচক নেতৃত্বের ভূমিকা পালন করবে এবং নাগরিকরা এতে অংশগ্রহণ করবে।

২. আমদেরকে স্পষ্ট জানতে হবে যে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়।

৩. 'এক দেশ, দুই ব্যবস্থা'র আওতায় ব্যক্তি, অর্থ ও পণ্যের বিনিময় সহজতর করা উচিত।

এনপিসির ম্যাকাও প্রধিনিধি সি চিয়াং লুন বলেন, কুয়াংতুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকার নির্মাণ গুরুত্বপূর্ণ জাতীয় কৌশল এবং এটা নতুন যুগে ম্যাকাওয়ের উন্নয়নের সুযোগ। চুহাই শহরের সহযোগিতা জোরদার করার ভিত্তিতে এ পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে ম্যাকাও।

তিনি বলেন, "চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় কুয়াং তুং-হংকং-ম্যাকাও উপকূলীয় এলাকা উন্নয়নের পরিকল্পনা এবং এতে বলা হয় যে, ম্যাকাও ও চুহাইয়ের এতে নেতৃত্বের ভূমিকা পালন করা উচিত। ম্যাকাওয়ের নানা মহলের মানুষ মনে করে যে, আমাদের উচিত আরও সক্রিয়ভাবে উপকূলীয় এলাকা নির্মাণে অংশগ্রহণ করা, ম্যাকাওয়ের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এবং ম্যাকাওয়ের মানুষের সুখবোধ বাড়ানো। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040