চীনা গণব্যাংকের পরিচালক ই কাং আজ (রোববার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের প্রতিনিধি সম্মেলনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, দু'দেশ পারস্পরিক মুদ্রানীতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সম্মান, মুদ্রা বিনিময়ের হারে নির্ধারিত ব্যবস্থার নীতি অনুসরণ এবং প্রতিবার জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে নেয়া প্রতিশ্রুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। প্রতিযোগিতামূলক উদ্দেশ্যে বিনিময়হার ব্যবহার না করা এবং মুদ্রা বিনিময় বাজারে দু'দেশের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে দু'দেশ একমত হয়েছে।
তিনি আরো বলেন, মুদ্রা বিনিময় হারের সদস্য বরাবরই হল জি-টোয়েন্টি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ বিষয়। (ছাই/টুটুল)