বিদেশিদের মুখে চীনের কূটনৈতিক সাফল্যের উচ্চ মূল্যায়ন
  2019-03-10 15:54:07  cri
মার্চ ১০: গতপরশু (শুক্রবার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)'র দ্বিতীয় অধিবেশনের তথ্যকেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের কূটনীতি ও বৈদেশিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত চীনের কূটনৈতিক ধারণা ও সাফল্যের উচ্চ মূল্যায়ন করেন। তাঁরা মনে করেন, চীন বিশ্বের শান্তি সুরক্ষা ও মানবজাতির অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে আরো বেশি অবদান রাখবে।

তুরস্কের চীনাভাষার পণ্ডিত গিরি ফিদান বলেন, পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থ হল চীনা কূটনীতির লক্ষ্য। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে যৌথভাবে বাণিজ্য, নির্মাণ ও উপভোগের নীতিতে অবিচল।

তিনি আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' আরো বেশি নতুন প্ল্যাটফর্ম ও সুযোগ সৃষ্টি করেছে।

মার্কিন এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ ম্যাগাজিনের ওয়াশিংটন শাখার পরিচালক উইলিয়াম জন বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। উদ্যোগটি কার্যকর হওয়ার পর অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আশ্চর্যজনক সাফল্য অর্জিত হয়েছে। তিনি বিশ্বাস করেন, আরো বেশি দেশ এ উদ্যোগে অংশগ্রহণ করবে।

রাশিয়ার থিঙ্ক ট্যাঙ্কের 'রাশিয়া-চীন বিশ্লেষণ কেন্দ্র'-এর পরিচালক সার্গেই সানাকোয়েভ বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে। চীন উন্মুক্তকরণ, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের ধারণায় সবসময় অবিচল। অধিক থেকে অধিকতর দেশ চীনের সঙ্গে সহযোগিতা চালাতে চায়। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040