সম্মেলনে সদস্য ইয়াং ওয়েই মিন বলেন, বর্তমানে চীনের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল। বিভিন্ন পরিস্থিতিতে স্থিতিশীলতার পরিবর্তন হয়, পরিবর্তনে উদ্বেগ তৈরি হয়, কখনো কখনো অর্থনীতির গতি নিম্নতর হয়, কিন্তু চীনা অর্থনীতির স্থায়ী উন্নয়নের অবস্থা কখনো পরিবর্তন হয় নি।
লিন ই ফু নির্দলীয়দের পক্ষ থেকে বলেন, যে-কোনো সুযোগ ও বিপদ পাশাপাশি অবস্থান করে। আমাদের উচিত প্রধান মতভেদ সমাধান এবং সংস্কারের সুযোগ ধরে চীনা অর্থনীতির উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা।
সদস্য ছেন চি লিয়ে জাতীয় শিল্প ও ব্যবসা ফেডারেশনের পক্ষ থেকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের উচিত সুযোগ ধরে ও নিজের সুবিধা উন্নয়ন করে আরো ব্যাপক মুনাফা লাভ করা।
সদস্য হুয়াং স্যিয়ান ইয়াও বলেন, চীনের দারিদ্র্যবিমোচন সর্বশেষ পর্যায়ে উঠে গেছে। আমাদের উচিত আরেক ধাপে সাফল্য জোরদার এবং দারিদ্র্যবিমোচনের মান উন্নয়ন করা।
জিয়াং জুও জুন চিকং পার্টির পক্ষ থেকে বলেন, ছিংহাই-তিব্বত মালভূমি হল চীনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিরাপত্তা এবং চীনা জাতির বৈশিষ্ট্যময় সংস্কৃতির গুরুত্বপূর্ণ জায়গা। প্রকৃতির নিরাপত্তা ও বিজ্ঞানসম্মত গবেষণা জোরদার, বহুমুখী পর্যবেক্ষণ ব্যবস্থা ও সামর্থ্য নির্মাণ জোরদার এবং দুর্যোগ মূল্যায়ন ব্যবস্থা নির্মাণ করা উচিত। (ছাই/টুটুল)