বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মধ্যে প্রতি ১০০ জন মানুষের যে দারিদ্র্য বিমোচিত হয়েছে তাদের মধ্যে ৭০ জন চীনা। ফিলিপিন্সের ব্রিক্স নীতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হার্মান লাউরেল চীনের কয়েক দশকের দারিদ্র্য-বিমোচনের সাফল্যের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে চীন সাফল্যের সঙ্গে কয়েক ডজন কোটি মানুষকে দারিদ্র্য-বিমোচন করতে সক্ষম হয়েছে, তা বিশ্বের দারিদ্র্য-বিমোচনের জন্য বড় অবদান। তাতে চীনা কমিউনিস্ট পার্টির দক্ষতাও প্রতিফলিত হয়েছে।
মিশরের আর-আহরাম পত্রিকার উপ-সম্পাদক সামি এলকামহাউই বলেন, চীনের দারিদ্র্য-বিমোচনের সাফল্য অন্য উন্নয়নশীল দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিতে পারে।
কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অর্থনীতিবিদ গারিশোন ইকিয়ারা বলেন, চীন দারিদ্র্য-বিমোচনের অভিজ্ঞতা আফ্রিকার দেশগুলোর সঙ্গে শেয়ার করতে পারে। আফ্রিকার অনেক দেশের এখনো প্রধান লক্ষ্য দারিদ্র্য-বিমোচন।
(স্বর্ণা/টুটুল)