'বিদেশি বিনিয়োগ সংক্রান্ত খসড়া আইন' থেকে চীনের অব্যাহত উন্মুক্তকরণের প্রতিজ্ঞা ও আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে: চীনা মার্চেন্টস গ্রুপের প্রেসিডেন্ট

মার্চ ৯: সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনের অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ ও পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। আগেকার 'বিদেশি বিনিয়োগ' সংক্রান্ত তিনটি আইন আর নতুন যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ প্রেক্ষাপটে 'বিদেশি বিনিয়োগ সংক্রান্ত খসড়া আইন' জাতীয় গণকংগ্রেসে দাখিল করার মধ্য দিয়ে চীনের অব্যাহত উন্মুক্তকরণের প্রতিজ্ঞা ও আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে। চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য ও চীনা মার্চেন্টস গ্রুপের প্রেসিডেন্ট লি চিয়ান হোং সিআরআই'কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।
তিনি জানান, আগেকার তিনটি আইনে শুধু আংশিক সুবিধার বিষয় রয়েছে। এবারের নতুন আইনে মৌলিক ব্যবস্থা থেকে সুযোগ-সুবিধার বিষয়গুলো রয়েছে। এ আইন চীনের অর্থনীতির উচ্চ মানের উন্নয়নের জন্য অনুকূল। তিনি বলেন, চীনের উন্নয়ন দ্রুত গতি থেকে উচ্চ মানসম্পন্ন উন্নয়নে পরিণত হয়েছে। উচ্চ মানের বাণিজ্য এবং অবাধ বিনিয়োগ বাস্তবায়ন করতে চাইলে বাজারে প্রবেশের শর্ত শিথিল করতে হয়। তাছাড়া, পরিসেবা শিল্পের উন্মুক্তকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের বৈধ অধিকার রক্ষাও খুব গুরুত্বপূর্ণ।
(স্বর্ণা/টুটুল)