ঢাকায় আন্তর্জাতিক স্কিল কনফারেন্স আয়োজন
  2019-03-09 19:01:45  cri
আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরস্পরের অভিজ্ঞতা বিনিময় ও অংশীদারিত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক স্কিল কনফারেন্স।

রাজধানীর একটি হোটেলে শনিবার সরকারের কারিগরি ও মাদ্রাসা বিভাগ আয়োজিত এ কনফারেন্স উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার আগামী পাঁচ বছরে এক কোটি ২৮ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। কনফারেন্সে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি করে শ্রমবাজার ধরে রাখতে হবে। দিনব্যাপী সেমিনারে দেশিবিদেশি অতিথি ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040