সরকারি প্রতিষ্ঠানের উন্মুক্তকরণ জোরদার করা হবে: চীনা রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও পরিচালনা কমিশন
  2019-03-09 18:57:39  cri
মার্চ ৯: চীনের সরকারি প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের মত বাজার প্রতিদ্বন্দ্বিতার মূল বিষয়। সরকারি প্রতিষ্ঠানের সংস্কার বাজারের নিয়ম ও বাজারায়ন অনুযায়ী উন্নীত হবে।

চীনা রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও পরিচালনা কমিশনের পরিচালক স্যিয়াও ইয়া ছিং আজ (শনিবার) বেইজিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, সহযোগিতা হল প্রতিদ্বন্দ্বিতার পূর্বশর্ত। সরকারি প্রতিষ্ঠান যে-কোনো মালিকানা প্রতিষ্ঠান ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সুষ্ঠু সহযোগিতা করে থাকে। সহযোগিতার মাধ্যমে চীনা প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান এমনকি কেন্দ্রীয় সরকারের সরাসরি প্রশাসনিক প্রতিষ্ঠানের সংস্কার জোরদার, মানদণ্ডের উন্নয়ন এবং পরিচালনা জোরদার করার জন্য সহায়ক। সেজন্য আমাদের ভবিষ্যত প্রত্যাশা হলো অভিন্ন কল্যাণ। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040