যুক্তিসঙ্গতভাবে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের নির্দেশনা দেওয়া হবে: চীনা বাণিজ্য উপ-মন্ত্রী
  2019-03-09 16:39:45  cri

মার্চ ৯: সাম্প্রতিক বছরগুলোয় কোনো কোনো দেশ বৈদেশিক বিনিয়োগের নিরাপত্তা তদন্ত জোরদার করেছে। এতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিদেশে বিনিয়োগ কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। চীন যে-কোনো ধরনের সংরক্ষণবাদের বিরোধিতা করে।

চীনা বাণিজ্য উপ-মন্ত্রী ছিয়ান খ্য মিং আজ (শনিবার) বেইজিংয়ে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে খোলা, স্বচ্ছ এবং সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে চায়, যাতে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি উন্নয়ন করা যায়।

তিনি আরো বলেন, চীনের বৈদেশিক বিনিয়োগ বিশ্বব্যাপী বৈদেশিক সরাসরি বিনিয়োগ উদ্দীপকের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনে পরিণত হয়েছে। ২০১৮ সালে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ মোট ১৩০ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি চীনের বৈদেশিক বিনিয়োগের মান ও যোগ্যতা ব্যাপক উন্নীত হয়েছে। এর মধ্যে উত্পাদিত শিল্পের বৈদেশিক বিনিয়োগের হার অব্যাহতভাবে উন্নীত হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে চীন বিদেশে ধারাবাহিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র নির্মাণ ও আপগ্রেড করবে, যাতে বিনিয়োগ সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040