বেইজিংয়ে এনপিসি'র প্রতিনিধি দলের পর্যালোচনাসভায় চীনা নেতৃবৃন্দের অংশগ্রহণ
  2019-03-09 16:33:10  cri

মার্চ ৯: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধার সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পি, সিপিসি'র কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সদস্য ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর কার্যালয়ের সম্পাদক ওয়াং হু নিং এবং সিপিসি'র কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হান চেং গতকাল (শুক্রবার) সকালে পৃথক পৃথকভাবে ত্রয়োদশ চীনা জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিনিধি দলের পর্যালোচনাসভায় অংশ নেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সি চিন পিং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল নারী প্রতিনিধি, সদস্য ও কর্মী এবং সমগ্র চীনের বিভিন্ন জাতি ও মহলের নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সি চিন পিং হ্যনান প্রতিনিধি দলের পর্যালোচনায় সাম্প্রতিক বছরগুলোয় হ্যনান প্রদেশের অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, হ্যনান হল চীনের কৃষির বৃহত্তর অঞ্চল ও বড় জনসংখ্যার প্রদেশ। এ প্রদেশের উচিত খাদ্য নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব পালন করা, কৃষি সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার উন্নয়ন করা, সবুজায়নের উন্নয়নের ধারণা গড়ে তোলা এবং গ্রামে অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন করা।

লি খ্য ছিয়াং হুপেই প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় বলেন, পুরনো ও নতুন চালিকাশক্তির পরিবর্তন ত্বরান্বিত করা, অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন এবং উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা উচিত।

ওয়াং হু নিং হুনান প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় বলেন, অব্যাহতভাবে সংস্কারের উন্নয়ন এবং উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিত করা উচিত।

হান চেং বেইজিং প্রতিনিধি দলের পর্যালোচনায় বলেন, আন্তর্জাতিক প্রথম পর্যায়ের সম্প্রীতিময় প্রাণবন্ত রাজধানীর নির্মাণ উন্নয়ন করা এবং বেইজিং, থিয়ানচিন ও হ্যবেই'র যৌথ উন্নয়ন ত্বরান্বিত করা উচিত। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040