চীনের উচ্চ মানের উন্মুক্তকরণের পদক্ষেপ থামেনি। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত খসড়া আইন এ পদক্ষেপের প্রতিফলন। এ আইন বিদেশি বিনিয়োগকারীদের অধিকার রক্ষা এবং চীনে আরো সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
ব্যাপকভাবে পরামর্শ নেওয়ার ভিত্তিতে এ খসড়া আইন তৈরি হয়। এ আইন অনুযায়ী, নেগেটিভ লিস্টের বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের দেশের নাগরিকদের সমান ব্যবস্থা প্রদান করা হবে। তাছাড়া, সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারী চীনা কোম্পানির সমান অধিকার পাবে। এছাড়া, এ আইনে বিদেশি বিনিয়োগ নিরাপত্তা পর্যালোচনা ব্যবস্থাও রয়েছে। তা চীনের সার্বভৌমত্বের প্রতিফলন এবং আন্তর্জাতিক নিয়ম।
(স্বর্ণা/টুটুল)