এনপিসি'র স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং ছেন অধিবেশনে জানান, বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন হলো চীনের কেন্দ্রীয় সরকারের উন্মুক্তকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তা চীনের বিনিয়োগ পরিবেশ সম্পূর্ণকরণ ও উন্নয়নের চাহিদা এবং সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির সুষ্ঠু ও মানসম্পূর্ণ উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা।
খসড়া আইন অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের পূর্বে নাগরিক সমান ব্যবস্থা এবং 'নেগেটিভ লিস্ট' যৌথ ব্যবস্থা আরোপ করা হবে। প্রবেশের পূর্বে নাগরিক সমান ব্যবস্থা মানে প্রবেশের পর্যায়ে বিদেশি বিনিয়োগকারীদের চীনের দেশি বিনিয়োগকারীদের সমান ব্যবস্থা দেওয়া হবে। 'নেগেটিভ লিস্ট' মানে নেগেটিভ লিস্টের বাইরে সব ক্ষেত্রের বিদেশি বিনিয়োগকারী নাগরিকদের সমান ব্যবস্থা দেওয়া হবে। এ আইনে বিদেশি বিনিয়োগকারীদের চীনে বিনিয়োগ, উপার্জন এবং অন্যান্য বৈধ অধিকার রক্ষা করার বিষয় রয়েছে।
(স্বর্ণা/টুটুল)